বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুয়েত বিএনপির ফরওয়ানীয়া প্রদেশের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।১লা সেপ্টেম্বর রাতে কুয়েত'র ফরওয়ানীয়া অঞ্চলে দানা নিমরান কমপ্লেক্সের কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফরওয়ানীয়া প্রদেশ বিএনপির সভাপতি আনম তোহা মিলন।সঞ্চালনা করেন সাধারন সম্পাদক সফি উল্লা লিটন।স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের।অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন প্রচার সম্পাদক আব্দুল কাদের[২],দপ্তর সম্পাদক নাসির উদ্দিন মোহন,আবুল কাসেম,মফিজুর রহমান,মোহাম্মদ এয়াকুব,নাসের আহম্মেদ,মোহাম্মদ হোসেন,মোঃ সেলিম,আব্দুল করিম,ফখরুল ইসলাম বাবুল,জসিম উদ্দিন ভুইয়া,মোয়াজ্জেম হোসেন,মোঃ সুমন মিয়া,ছিদ্দিকুর রহমান প্রমুখ।বক্তারা বলেন আগামী সংসদ নির্বাচন যে কোন মুল্যে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে করতে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে বাদ্ধ করতে হবে।বিএনপি তত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া নির্বাচনে যাবেনা।বেগম জিয়ার ডাকে যে কোন আন্দোলনে কুয়েত বিএনপি সকল প্রকার সহযোগিতা করতে সর্বদা প্রস্তুত আছে।প্রয়োজনে এই দাবি আদায়ে কুয়েত থেকে শত শত নেতা-কর্মীকে সাথে নিয়ে আমরা যে কোন সময় দেশে যেতে তৈরী আছি।শুধু বেগম জিয়ার একটি আহবানের অপেক্ষায় আমরা আছি।আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয়।
Discussion about this post