আবদুল কাদের কুয়েত প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত’র যুগ্ন সম্পাদক আখতারুজ্জামান ভুইয়ার পিতা শামছুল হক ভুইয়া,যুবদল কুয়েত’র ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াছ চৌধুরী’র মাতা সায়েরা খাতুন,বিএনপির সহ ক্রীড়া সম্পাদক টিপু সুলতানের পিতা মাষ্টার নুরুন নবী ও বিএনপি মহানগর দক্ষিন প্রদেশ’র সহ সভাপতি শেখ আহম্মদ’র মৃর্ত্যুতে কুয়েত বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েত বিএনপির সহ সভাপতি মাষ্টার নুরুল ইসলাম।আজিজ উদ্দিন মিন্টু ও আনম তোহা মিলন’র পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সহ সভাপতি মোহাম্মদ মাঈন উদ্দিন,সাধারন সম্পাদক প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম,যুগ্ন সম্পাদক আবুল হাসেম এনাম,ইউসুফ চৌধুরী,আব্দুল লতিফ,সহ সাংগঠনিক সম্পাদক আবুল বাসার,শাহ জাহান সবুজ,আবু সায়েদ চৌধুরী,মহানগর প্রদেশ দক্ষিন সভাপতি আব্দুল মোতালেব,কুয়েত বিএনপির ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক আব্দুল কাদের,সহ প্রচার সম্পাদক মহসিন আল মানিক,অর্থ বিষয়ক সম্পাদক সফি উল্লা লিটন,আইন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান,সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোশারেফ হোসেন,স্বেচ্চাসেবক বিষয়ক সম্পাদক শাহ আলম,তারেক পরিষদ সহ সভাপতি ইমরান শিকদার,আব্দুল হাই প্রমুখ।মরহুম ব্যাক্তিদের স্মৃতিচারন করেন তাদের সন্তানেরা।দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দল কুয়েত’র আহবায়ক মাওলানা নুরুন নবী।
উল্যেখ্য গত দুই সপ্তায় কুয়েত বিএনপির এই সব নেতাদের প্রিয়জনরা আমাদের থেকে চির দিনের জন্য বিদায় নেন।
Discussion about this post