আল আমিন রানা ঃ কুয়েত প্রতিনিধি বাংলার বার্তাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত’র সাধারণ সম্পাদক,সমাজসেবক আব্দুল কাদের মোল্লা ইটালি,জার্মান, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে দলীয় রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে সফলতার সাথে মত বিনিময় শেষে কুয়েত প্রত্যাবর্তন উপলক্ষে কুয়েত বিএনপি ও সকল প্রদেশ অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধনার আয়োজন করেন কুয়েত সিটির রাজধানী হোটেলের হল রুমে গত ২৩ শে এপ্্িরল ২০১৫। কুয়েত বিএপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শরীফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির আসনগ্রহন করেন মোঃ হান্নান মুজুমদার, কুয়েত বিএনপির সাবেক সভাপতি চুন্নু মোল্লা,লিভারেল ডেমোত্রে“টিক ফোরাম কুয়েতের সভাপতি হাজী জাফর আহমেদ চৌধুরী (এম.কম) সৈয়দ মোঃ নওশাদ, মেসবা উদ্দিন সেলিম। জাকির হোসেন গাজীর সঞ্চালনায় সম্বর্ধনা অনুষ্ঠানে আব্দুল কাদের মোল্লার রাজনৈতিক সমাজিক বিভিন্ন কার্যকক্রমের ভূয়সী প্রশংসা করে কুয়েত বিএনপির প্রদেশ শাখা ও তার অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দরা বক্তব্য রাখেন – মোঃ আজাদ নুর,মোঃ মামুন, শের আলী খান, আঃ সোবান,কবির হোনেস, এ.এস আকবর,সিহাব বখ্ত, রুমেল, মোখলেছুর রহমান জাকির, আরিফুর রহমান শাহিন, আনোয়ার মৃধা,মিজানুর রহমান,(লিটন) ইলিয়াছ গাজী, শফিকুর রহমান,(শফি) মোঃ ইব্রাহিম, লালন আহমেদ রনি,মোঃ সোলাইমান, মাসুম,আক্তার, মোঃ আসফাকুল হক প্রমুখ। বক্ততারা বলেন- আব্দুল কাদের মোল্লা কুয়েতে অতিপরিচিত মুখ রাজনৈতিক সামাজিক দিক দিয়ে কুয়েত সহ দেশের মাটিতে গর্ববের সাথে কাজ করে যাচ্ছেন। শহিদ জিয়ার আর্দশের সৈনিক হিসাবে রাজনৈতিক অঙ্গণে তার পথ চলা। কুয়েতের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে শক্ত দল গঠনে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন। ইতি মধ্যে কয়েকটি দেশে দলীয় সফর শেষ করে কুয়েতে নিজ কর্মস্থলে পৌছেছে তার এই দলীয় সফরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা তার সম্বর্ধনা উপলক্ষে তার বক্তব্যে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ও সকলের প্রতি দোয়া কামনা করেন যেন একজন সৎ রাজনৈতিক ব্যক্তি হিসাবে আপনাদের মাঝে থাকতে পারি। পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত শাখার পক্ষ থেকে আব্দুল কাদের মোল্লাকে সফল রাজনৈকিত ব্যক্তি হিসাবে সম্মানিত করার প্রয়াসে বিশেষ সম্মাননা ত্রে“ষ্ট প্রধান করেন।
Discussion about this post