ক্ষেপণাস্ত্র মানব খ্যাত ভারতের সাবেক রাষ্ট্রপতি ও পরমাণু বিজ্ঞানী এ পি জে আবদুল কালাম অবিবাহিত জীবন কাটিয়েছেন। তিনিই ভারতের প্রথম ব্যাচেলর রাষ্ট্রপতি। জীবনে কেন বিয়ে করেননি- এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন বহুবার। নিজের আÍজীবনীতেও লিখেছেন এ প্রসঙ্গে। মূলত দেশের সেবায় তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন। নিজের কাজ নিয়েই ব্যস্ত থেকেছেন। বইয়ে তিনি লিখেছেন, আমি পৃথিবীতে নিজের জন্য কিছুই রাখিনি। স্ত্রী, সন্তান কিংবা কোনো পার্থিব সম্পদ।একবার আবদুল কালাম তার এক বন্ধুকে বলেন, আমি যদি বিয়ে করতাম, তবে জীবনে যা অর্জন করেছি, তার অর্ধেকও সম্পন্ন করতে পারতাম না। তিনি বলেছেন, আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি যা পরিকল্পনা করেছিলাম, তার ৬০-৭০ শতাংশই অর্জন করেছি। দেখতেই পাচ্ছ আমার লক্ষ্য কখনও থেমে থাকে না। গত বছরের ১৫ অক্টোবর যখন ৮৪ বছরে পা দিলেন, তখনও বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন আবদুল কালাম। উত্তরে বলেন, আমি যৌথ পরিবার থেকে এসেছি। আমার ভাইয়ের নাতনি রয়েছে। এমন দারুণ পরিবারে একজন বিয়ে করল কি করল না তা খুব একটা বড় বিষয় না। তাছাড়া জীবনে কখনও অর্ধাঙ্গিনীর প্রয়োজন অনুভব করিনি।
Discussion about this post