লস এঞ্জেলেস, ২৯ সেপ্টেম্বর (একুশ নিউজ মিডিয়া)ঃ গত ২৯শে সেপ্টেম্বর ক্যালিফোর্ণিয়ার নর্থরীজ বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠতম কাজী নজরুল ইসলাম এনডাউমেন্ট লেকচারশীপ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিল ক্যালিফোর্ণিয়া ষ্টেট ইউনিভার্সিটি, নর্থরীজের হিউমিনিটি এন্ড রিলিজিয়াস বিভাগ ও তরঙ্গ অব ক্যালিফোর্নিয়া। দুই দিন ব্যাপী অনুষ্ঠানের
প্রথম দিন ছিল নজরুল ইসলামকে নিয়ে বক্তৃতামালা। প্রচুর ছাত্র-শিক্ষকদের উপস্থিতিতে প্রধান বক্তা তুরস্ক থেকে আগত ক্যালিফোর্ণিয়া ষ্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপনারত অ্যাসোসিয়েট প্রফেসর ধর্মতত্ত্ব বিশেষজ্ঞ ড: মোস্তফা রুজগার বলেন, ধর্মীয় সংঘাতে তাড়িত বিশ্বে সাম্যবাদের কবি নজরুলের লেখনী বর্তমান বিশ্বে বিভিন্ন ধর্মের মাঝে সংলাপের দুয়ার খুলে দিয়েছে। অনুষ্ঠান সন্ধ্যায় আরোও বক্তৃতা করেন ড: ফিলিস হারমেন, ড: এলিজাবেত সে, ড: র্যাচেল ম্যাকডেরমট, ড: গুলশান আরা কাজী, কাজী বেলাল শাহজাহান, লস এঞ্জেলেসে বাংলাদেশ কনসাল জেনারেল মোঃ এনায়েত হোসেন, স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: জসীম আহমেদ। অধ্যাপক ড: জসীম আহমেদ জাতীয় কবি নজরুলের ‘চল চল চল’ গানকে রণসঙ্গীতের পাশাপাশি জাতীয় গান হিসাবে স্বীকৃতি দেবার জন্য জনমত তুলে ধরার আহ্বান জানান এবং আমেরিকা প্রবাসী নজরুল উৎসাহীরা এই প্রস্তাবে স্বাগত জানায়। বাংলাদেশ থেকে লেকচারশীপ প্রোগ্রামে অংশগ্রহণ করেন কাজী নজরুল ইসলামের নাতনী খিলখিল কাজী, নজরুল ইন্সটিউটের সহকারী পরিচালক রেজাউদ্দীন ষ্টালিন এবং প্রখ্যাত নজরুলগীতি শিল্পী ফেরদৌস আরা। খিলখিল কাজী অনুবাদ ও গবেষনার মাধ্যমে নজরুলের কর্ম ও দূরদৃষ্টিকে সারা বিশ্বে ছড়িয়ে দেবার জন্য প্রবাসীদের সহযোগীতা কামনা করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষন প্রখ্যাত নজরুলগীতি শিল্পী ফেরদৌস আরা নজরুলের কথা ও গান পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই ও স্থানীয় একুশ নিউজ মিডিয়া।
Discussion about this post