খুলনা ব্যুরো ঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খালিশপুর (পূর্ব) থানার উদ্যোগে ২০১৩ সালের এসএসসি ও দাখিল পরীায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়।থানা সভাপতি তানজিলুর রহমান মিনারের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: সোহেল রানার পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগরী সেক্রেটারি মীম মিরাজ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী মহানগরী শিবিরের প্রচার সম্পাদক এম.ও.রহমান। এছাড়াও বক্তব্য রাখেন, রবিউল ইসলাম, আল-কাউছার আমীন, আরাফাত হোসাইন, খালিদ সিদ্দিকী, আবু হানিফ প্রমুখ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী ছাত্রশিবির ক্যারিয়ার ও নৈতিকতার সমন্বয়ে যোগ্যতা সম্পন্ন মানুষ গড়ে তুলে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ল্েয কাজ করে যাচ্ছে। কেননা আজ আমাদের দেশে মেধাবী ছাত্রের অভাব নেই। অভাব শুধুমাত্র নৈতিকতা সম্পন্ন মানুষের। তিনি আরো বলেন বর্তমান বিশ্বায়নের এই যুগে তোমরা যারা জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছো তাদেরকে যোগ্যতার মাপকাটিতেও উর্ত্তীর্ণ হতে হবে। কারণ আজকে যারা মেধাবী তারা হলো আগামী দিনের উন্নয়নের কারিগর। মেধাবী ছাত্ররাই পারে দুর্নীতিমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার পাশাপাশি জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে উপহার দিতে। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী ছাত্রদের ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।
Discussion about this post