মো. অলিউল্লাহ সরকার অতুল ॥ গত শুক্রবার (২৮ জুন) সকালে ১০টায় খাড়েরা বড়িয়া বাড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কুমিল্লা খিদমাহ জেনারেল হসপিটাল এর সর্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও সেবা কার্ড প্রদান করা হয়। ক্যাম্প উদ্বোধন করেন সমাজ সেবক ফজলুল হক টিপু। মেডিকেল ক্যাম্প ও সেবা কার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হসপিটাল চেয়ারম্যান ডা. জসিম উদ্দিন খন্দকার অডিটর কর্মকর্তা মো. আনুয়ার হোসেন, সাংবাদিক মো. লোকমান হোসেন পলা প্রমুখ।
ডা. জসিম উদ্দিন খন্দকার এর নেতৃত্বে নাক,কান, গলা, চর্ম, যৌন, এলার্জি, ডায়বেটিকস, গাইনি, শিশু ও মেডিসিন বিশেষজ্ঞরা ৮৫০ রোগীকে সেবা প্রদান করেন। এখানে সেবা গ্রহণকারীরা হসপিটালে পরীক্ষা ও ভর্তির সময় ২৫% ছাড় পাবে।
Discussion about this post