দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত মারা গেছেন আরও ১১২ জন। যা এখন পর্যন্ত দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে টানা চতুর্থ দিন করোনায় শতাধিক মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৪৯৭ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এছাড়াও একই সময়ে করোনায় নতুন শনাক্ত হয়েছে ৪ হাজার ২৭১ জন। টেস্ট করানো হয়েছে ২৪ হাজার ১৫২ জনের। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ৭ লাখ ২৩ হাজার ২২১ জনের।
এছাড়াও একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২১ হাজার ৩০০ জন।
Discussion about this post