হাকিকুল ইসলাম খোকন,বাপসনিঊজ ॥ মহান মুক্তিযুদ্বের বীরমুক্তিযোদ্ধা, ময়মনসিংহস্থ গফরগাঁও সমিতির সাবেক সাধারন সম্পাদক ও গফরগাঁও কলেজের সাবেক ভিপি ময়মনসিংহ শহরের বাঘমারা নিবাসী বীর মুক্তিযোদ্বা আলহাজ্ব আব্দুস সালাম গত ৪ জুলাই আমেরিকার আলবার্ট আইনষ্টাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় দুপুর ২.১৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে—রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা, ১ পুত্র আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ মেরুদন্ডের ক্যন্সারে ভুগছিলেন। আগামীকাল রবিবার ভোর ৪ টায় তাঁর লাশ দেশে পৌছবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। লাশ পৌছলে রবিবার সকাল ১০টায় ময়মনসিংহের চরপাড়াস্থ জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ময়দানে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। একই দিন সকাল ১২ টায় গফরগাঁও সদরে দ্বিতীয় নামাজে জানাযা এবং বাদ জোহর মরহুমের নিজ গ্রাম মশাখালীতে তৃতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। পাশাপাশি বীরমুক্তিযোদ্ধা মরহুম আব্দুস সালামকে রাষ্টীয় গার্ড অব ওনার দেয়া হবে মশাখালীতে। তিনি ব্যাক্তি জীবনে জীবনবীমা কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা (শাখা ইনচার্জ) ছিলেন। মৃত্যুর আগপর্যন্ত তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এছাড়া তিনি সামাজিক বহু সংগঠনের সাথে জড়িত ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এর ঘনিষ্ট সহচর ছিলেন। খবর বাপসনিঊজ
বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালামের মৃত্যুতে গফরগাঁও সমিতির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক, নির্বাহী সভাপতি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,ব’হতর ময়মনসিংহ বিভাগ বাসতবায়ন ও ঊননয়ন পরিষদ ইঊএসএ সভাপতি সাংবাদিক হাকিকুল ইসলাম (খাকন ও সাধারন সমপাদক সফিকুর রহমান খান সামিম মরহুমের রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Discussion about this post