বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের নিয়োগ প্রক্রিয়া সচল রাখা জিএম ইউসূফ আলী মৃধার অনিয়ম দুর্নীতির জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবিতে মিছিল-সমাবেশ করেছে রেলওয়ে শ্রমিক দল ও শ্রমিক লীগের একাংশ। সোমবার দুপুর ১২টায় শ্রমিক দলের মিছিলটি পূর্বাঞ্চল মহাব্যবস্থাপকের সিআরবি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পুরো এলাকা প্রদক্ষিণ করে। এরপর জিএম কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে শ্রমিক দল। সমাবেশে শ্রমিক দলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক এ আর মনজু বলেন, ‘দুর্নীতির দায়ে অভিযুক্ত ইউসূফ আলীকে সাময়িক বরখাস্ত রেলমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তার একজনের জন্য পুরো রেলওয়েকে অচল করে রাখা যাবে না। মন্ত্রী নিয়োগ প্রক্রিয়া স্থগিতের যে আদেশ দিয়েছেন তা যুক্তিযুক্ত নয়। কারণ রেলকে সচল রাখতে হলে নিয়োগ প্রক্রিয়া সচল রাখতে হবে।’ জিএমর অনিয়ম দুর্নীতির জন্য বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও দাবি জানান তিনি। এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে একই স্থানে নিয়োগ প্রক্রিয়া সচল রাখা ও নিয়োগে অনিয়ম দুর্নীতির ঘটনায় সঠিক তদন্তের মাধ্যমে শাস্তি প্রদান করার দাবিতে মিছিল-সমাবেশ করে রেলওয়ে শ্রমিক লীগের একাংশ (শেখ লোকমান অনুসারীরা) সমাবেশে নিয়োগ প্রক্রিয়া সচল রেখে সঠিক তদন্তের মাধ্যমে দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান বক্তারা।
Discussion about this post