কুয়েত প্রতিনিধিঃ পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী [সাঃ] উপলক্ষে চট্রগ্রাম সমিতি কুয়েত’র উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।কুয়েত সিটির গুলশান হোটেলে সংগঠনের সভাপতি আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মারাফি কুয়েতীয়া কোম্পানীর সিইও শহীদ ইসলাম পাপুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কুয়েত এর কান্ট্রি ম্যানেজার দিবাকর দেওয়াজি। এছাড়া প্রবাসী বিভিন্ন ব্যাবসায়ী,রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অসংখ্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিলে বিশিষ্ট ওলামায়ে কেরামগন বক্তব্যে বিশ্ব নবী হযরত মোহাম্মদ [সাঃ] নবীজির জীবনি নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানের শেষে চট্রগ্রামের ঐতিহ্যবাহী মেজবানির আয়োজন করা হয়।
Discussion about this post