নিজের প্রথম চলচ্চিত্র ‘রান’ নিয়ে এখন বেজায় ব্যস্ত আফসানা মিমি। এরই মধ্যে তিনি এই চলচ্চিত্রের ২৫ ভাগ শুটিং শেষ করেছেন। সম্প্রতি তিনি কক্সবাজার থেকে চলচ্চিত্রটির শুটিং করে ঢাকায় ফিরেছেন। নিজের এই প্রথম কাজ নিয়ে আফসানা মিমি বললেন, ‘আসলে এই ছবিটি নিয়ে আমার অনেক স্বপ্ন। তবে এটা সত্যি, প্রতিটি কাজই আমার এক-একটা স্বপ্নের বাস্তবায়ন। রান ছবিটি আমি অনেক যত্ন নিয়েই তৈরি করছি। এরই মধ্যে কক্সবাজার ও সিলেটে শুটিং করা হয়েছে। আমার অনেক পরিশ্রম যাচ্ছে। তবে কাজ ভালো হচ্ছে বলে তা গায়ে লাগছে না। আমি অবশ্য ভালো কাজের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি।’ চলচ্চিত্রের অভিনয় শিল্পীদের নিয়ে আফসানা মিমি আরও বলেন, ‘এতে যারা কাজ করছেন প্রত্যেকেই যথেষ্ট আন্তরিকতা নিয়ে কাজ করছেন। সবাই এটাকে নিজের ছবি বলে মনে করছেন, আর তাই আমি আমার প্রত্যাশা মতো আউটপুট পাচ্ছি ছবির পাত্র-পাত্রীদের কাছ থেকে।’ এছাড়া আফসানা মিমি আগামী জুলাই মাস থেকে তার নতুন একটি ডেইলিসোপের কাজ শুরু করবেন। এরই মধ্যে স্ক্রিপ্টের কাজ শুরু হয়েছে বলে মিমি জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি আরও বললেন, ‘নতুন ডেইলিসোপটিতে আমি একঝাঁক নতুন মুখ নিয়ে কাজ করব। থিয়েটার থেকেই তাদের নেব বলে ভাবছি।’ পরিচালনা নিয়ে আফসানা মিমি ব্যস্ত থাকেন বলে অভিনয়ে এখন কালেভদ্রে তাকে দেখা যায়। অভিনয় একেবারেই কম করা নিয়ে দর্শকদের কাছ থেকেও তাকে অনেক অভিযোগও শুনতে হয়। এ প্রসঙ্গে তিনি বললেন, ‘আসলে অভিনয়টা আমাকে অনেক টানে। কিন্তু এখন আমি পরিচালনা করেই বেশি মজা পাই বলে অভিনয়ে ফেরা হয় না আগের মতো। তবে দর্শকদের কথা ও এই কাজের প্রতি গভীর ভালোবাসা থেকেই মাঝে মাঝে কিছু কাজ করি। নিয়মিত অভিনয় করা আর হবে না। আর আমাদের পরে অনেক প্রজন্ম চলে এসেছে। তাদেরও তো একটা সুযোগ দিতে হবে—তাই না?
Discussion about this post