অর্থনীতির কোন খাতে কি ধরনের প্রবৃদ্ধি হচ্ছে,কোনখাতে নতুন নিয়োগ হচ্ছে এই ধরনের তথ্যসহ নতুন একটি ওয়েবসাইট চালু করতে যাচ্ছে কানাডার ফেডারেল সরকার।ভবিষ্যতে কোন খাতগুলোতে লোক নিয়োগের সম্ভাবনা থাকবে তাও উল্লেখ থাকবে এই ওয়েবসাইটে। কানাডার হিউম্যান রিসোর্স মন্ত্রী ডিয়ান ফিনলে বুধবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করে বলেন, পরিবর্তিত অর্থনীতির চাহিদা পূরনে কি ধরনের দক্ষতা এবং যোগ্যতার দরকার হবে সে সম্পর্কে আগাম ধারনা দিয়ে চাকরী প্রার্থীদের প্রস্তুতি নিতে সহায়তা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, বিগত অর্থনৈতিক মন্দার সময়ও অনেক কোম্পানি তাদের কাংখিত যোগ্যতা সম্পন্ন উপযুক্ত প্রার্থী খুজেঁ পায় নি। ক্রমশ:ই কানাডায় এক ধরনের ‘যোগ্য প্রার্থীর’ সংকট দেখা দিচ্ছে। আমরা এই সংকট থেকে উত্তরণ চাই। সেজন্যেই আমরা নতুন কিছু করতে চাই। এই ইস্যূটি নিয়ে আমরা বেসরকারিখাতের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে চাই। বেসরকারিখাতই হচ্ছে অর্থনীতির চালিকা শক্তি,তারা চাহিদা তৈরি করেন এবং ভবিষ্যতের চাহিদা সম্পর্কে আগাম তথ্য রাখেন। মন্ত্রী জানান, ‘ওয়ার্কিং ইন কানাডা’ নামের এই নতুন ওয়েবসাইটে দীর্ঘ মেয়াদে কোনো ধরনের কাজে নতুন রোক প্রযোজন হবে সে সম্পর্কে তথ্য থাকবে, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতের চাহিদা অনুসারে নিজেদের তৈরি করতে পারে।
Discussion about this post