মোঃ হাবিবুর রহমান খান, কুমিল্লা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া নামক এলাকায় মো. জসিম (৩০) নামের এক যুববকে লাশ উদ্ধার করা হয়েছে। দেবিদ্বার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লায় পাঠিয়েছে। নিহত জসিম পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার দাড়িয়াপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। স্থানীয়রা জানান, ভৌগলিক সীমারেখায় চান্দিনা ও দেবিদ্বার উপজেলার সীমান্তে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ছয়ঘড়িয়া এলাকার একটি জমির পাশে সকালে স্থানীয়রা অজ্ঞাত পরিচয়ের ওই মৃত দেহ দেখে চান্দিনায় থানা পুলিশকে খবর দেয়। পরে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করেন। শুক্রবার রাতের কোন এক সময় হত্যার পর তাকে মহাসড়কের পাশে ওই স্থানে ফেলে যায় দুষ্কৃতকারীরা। চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোর্সেদ জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। নিহতের পেটে আঘাতের চিহ্ন দেখে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে দুস্কৃতিকারীরা তাকে গুলি করেছে। ময়না তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ভৌগোলিক সীমা রেখায় ঘটনাস্থল দেবিদ্বার উপজেলাধীন হওয়ায় লাশ দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়।
Discussion about this post