জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ডনের মা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দিবাগত রাতে তিনি বার্ধক্যজনিত কারণে মারা যান। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি জানান, ডনের মায়ের মরদেহ বগুড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। তাঁকে বগুড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। দুপুর ১২টা ১৭ মিনিটে জায়েদ খান নিজের ভেরিফায়েড ফেসবুক হ্যান্ডেলে লেখেন, ‘আমাদের সবার প্রিয় অভিনেতা ডন ভাইয়ের আম্মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খালাম্মাকে দাফনের জন্য এখন বগুড়া নিয়ে যাওয়া হচ্ছে। সবাই দোয়া করবেন।’ মূল নাম মোহাম্মদ আশরাফুল হক হলেও চলচ্চিত্র অঙ্গনে ডন নামে পরিচিত। খল অভিনেতা হিসেবে ব্যাপক জনপ্রিয় ডন।
Discussion about this post