বাংলানিউজ: জাতীয় বয়সভিত্তিক সাঁতারের প্রথম দিনে ১৫টি জাতীয় রেকর্ড হয়েছিলো। শুক্রবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে যোগ হয়েছে আরও ১৬টি রেকর্ড। দুই দিনে ৭০ টি ইভেন্টের মধ্যে ৩১ টি ইভেন্টেই নতুন জাতীয় রেকর্ড হয়েছে।
সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে মেয়েদের ১৮-২০ বছর গ্রুপে ৮০০ মিটার ফ্রি স্টাইলে বিকেএসপির খাদিজা আক্তার, মেয়েদের ১৫-১৬ বছর গ্রুপে ১০০ মিটার ব্যাক স্ট্রোকে আনসারের নাজমা খাতুন, ১০ বছর বালিকা গ্রুপে ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে আনসারের মুক্তি আক্তার, ১৫-১৭ বছর বালক গ্রুপে ৪০০ মিটার ইন্ডিভিজুয়াল মিডলেতে বিকেএসপির আরিফুল ইসলাম এবং বালিকা বিভাগের ৪০০ মিটার ইন্ডিভিজুয়াল মিডলেতে স্বর্ণ পদক জেতেন আনসারের নাজমা খাতুন।
এদিকে ১১-১২ বছর বালক গ্রুপে ২০০ মিটার ফ্রি স্টাইলে বিকেএসপির জাহিদুল ইসলাস, ছেলেদের ১৮-২০ বছর গ্রুপের ২০০ মিটার ব্যাক স্ট্রোকে বিকেএসপির পলাশ চৌধুরী, ১৫-১৭ বছর বালক গ্রুপে ২০০ মিটার ফ্রি স্ট্রাইলে বিকেএসপি আরিফুল, ১৫-১৭ বালিকা গ্রুপে ২০০ মিটার ফ্রি স্টাইলে আনসারের নাজমা, ১০ বছর বালিকা গ্রুপে ৫০ মিটার ফ্রি স্ট্রাইল মুক্তি খাতুন, মেয়েদের ১৫-১৭ বছর গ্রুপে ২০০ মিটার বাটার ফ্লাইয়ে আনসারের নাজমা, বালক ১১-১২ বছর গ্রুপে ২০০ মিটার ইন্ডিভিজুয়াল মিডলেতে বিকেএসপির জাহিদুল, মেয়েদের ১৮-২০ বছর গ্রুপে ১০০ মিটার ফ্রি স্ট্রাইলে বিকেএসপির খাদিজা খাতুন, ১৫-১৭ বছর বালক গ্রুপে ৫০ মিটার ফ্রি স্ট্রাইলে বিকেএসপির আরিফুল এবং ১৫-১৭ বছর বালিকা বিভাগে ফ্রি স্ট্রাইলে আনসারের নাজমা স্বর্ণপদক জয় করেন।
এছাড়া ব্যক্তিগত পদক তালিকায় এগিয়ে রয়েছেন আনসারের নাজমা খাতুন। দুই দিনে তিনি ৮টি স্বর্ণপদক জেতেন। সবগুলোতেই জাতীয় রেকর্ড গড়েছেন এই সাঁতারু। ৭টি স্বর্ণ ও একটি রৌপ্য পদক নিয়ে তারপরই রয়েছেন বিকেএসপির সাঁতারু আরিফুল ইসলাম। ৬টি স্বর্ণ পদক নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন বিকেএসপিরই আরেক সাঁতারু শ্রী পলাশ চৌধুরী। এছাড়া আলমগীর সুইমিং কমপ্লেক্সের ও বিকেএসপির জাহিদুল ইসলাম ৫টি করে স্বর্ণ পদক নিয়ে ব্যক্তিগত পদক তালিকায় চতুর্থ স্থানে আছেন।
অন্যদিকে দলীয় পদক তালিকায় দ্বিতীয় দিনেও শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বিকেএসপি। ৪৭টি স্বর্ণ, ৩৮টি রৌপ্য ও ১৭টি ব্রোঞ্জ পদক নিয়ে তালিকার শীর্ষে রয়েছে তারা। ১৫টি স্বর্ণ, ৯টি রৌপ্য ও ১৯টি ব্রোঞ্জ পদক পেয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ আনসার। এছাড়া রাজশাহীর আলমগীর সুইমিং ক্লাব ৫টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
Discussion about this post