মোঃ নাজমুল হক বাংলার বার্তা জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ আপারঘাট বাজারে স্থানীয় নিরিহ ব্যবসায়ীদের ৮ দোকান ভাংচুর করে জমি জবর দখল করেছে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যুরা। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সাইফুল ইসলাম ও রিয়াজ অভিযোগ করেন, তারা রেলের ৮ শতাংশ জমি লিজ নিয়ে বিগত ২০ বছর যাবত ব্যবসা করে আসছেন। গতকাল প্রভাবশালী ভূমিদস্যুরা ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর এবং তাদের উচ্ছেদ করে জমি জবরদখল করেছে। ভূমিদস্যুরা জবরদখল করা ভূমি ড্রেজার দিয়ে মাটি ভরাট করছে। ভূমিদস্যুদের অব্যাহত হুমকীতে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা এখন পর্যন্ত আইনগত কোন পদক্ষেপও নিতে পারছেন না।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা তাদের লিজ নেয়া ভূমি উদ্ধার এবং নিরাপত্তার দাবি জানিয়েছেন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
Discussion about this post