নাজমুল হক বাংলার র্বাতা জামালপুর প্রতনিধিঃি জামালপুর সদরের নরুন্দি থেকে গতরাতে একটি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ লিমন ও সোহাগ নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। জামালপুরের সহকারি পুলিশ সুপার ইয়াছিন আলী জানান, নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল গভীর রাতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের চরাঘাট ব্রিজে চেকপোস্ট বসায়। এ সময় জামালপুর থেকে মোটর সাইকেলে মুক্তাগাছা যাওয়ার পথে দুই যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের সন্দেহ হয়। পরে তাদের দেহ তল্ল¬াশী করে একটি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলি পাওয়া যায়। গ্রেফতারকৃতরা হচ্ছে- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জয়দা গ্রামের ফারুক হোসেনের ছেলে সাখাওয়াত উল্ল¬াহ লিমন ও লক্ষনীখোলা গ্রামের দরাজ উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান সোহাগ। তাদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।
Discussion about this post