নাজমুল হক বাংলার র্বাতা জামালপুর প্রতনিধিঃি নানা আয়োজনের মদ্য দিয়ে জামালপুরে আর্ন্তজাতিক আদিবাসি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে আদিবাসি সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢেংগারগড় এর আয়োজনে শহরের বাইপাছ মোড় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে । পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক আলোচনা সভায় আদিবাসি নেতা তোরিশাস সাংমা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট বাকী বিল্লাহ,
অনিল কোচ,সাংবাদিক মোস্তুফা মনজু,মাই টিভির জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক জনতার মুখপত্র পত্রিকার সম্পাদক ফজলে এলাহী মাকাম প্রমূখ।এ সময় বক্তারা বাংলাদেশে আদিবাসিদের সাংবিধানিক স্বীকৃতি ও আদিবাসি মন্ত্রনালয় প্রতিষ্ঠা সহ নিজেদের ভাষার সংরক্ষন ও পড়ার জোর দাবী জানায়।পরে আদিবাসি নারীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
Discussion about this post