আবদুল কাদের কুয়েত প্রতিনিধিঃ স্বাধীনতার মহান ঘোষক,বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিএনপি কুয়েত’র হাওয়াল্লী প্রদেশ শাখা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।কুয়েতের হাওয়াল্লী অঞ্চলে আল হাসেম হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাওয়াল্লি প্রদেশ বিএনপির সভাপতি আব্দুল লতিফ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কুয়েত কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক আবুল হাসেম এনাম।বিশেষ অতিথি ছিলেন বিএনপি কুয়েত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর মায়মুন,বিএনপি কুয়েত কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আনম তোহা মিলন,আবু ছায়েদ চৌধুরী,বিএনপি কুয়েত কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক আব্দুল কাদের,স্বেচ্চাসেবক বিষয়ক সম্পাদক শাহ আলম,ফরওয়ানীয়া প্রদেশ বিএনপির সহ সভাপতি আব্বাস মিয়া।
অনুষ্ঠান পরিচালনা করেন হাওয়াল্লী প্রদেশ বিএনপি সাধারন সম্পাদক খোরশেদ আলম।
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শদ্ধা জ্ঞাপন করে তার বর্নাট্য জীবনের গৌরব উজ্জল দিন গুলো সম্পর্কে আলচনা করেন।বিভিন্ন সময়ে আওয়ামীলীগের কয়েকজন ব্যাক্তির ও শেখ হাসিনা অত্যান্ত নির্লজ্বতার সহিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবারের ব্যাক্তিদের নিয়ে কটুক্তি করার তীর্ব নিন্দা জানান বক্তারা।
৫ জানুয়ারীর তামাসার নির্বাচনে মাধ্যমে গঠিত বর্তমান সরকারকে পাগলা ঘোড়ার পিঠের সাওয়ারী আখ্যা দিয়ে তারা বলেন অনির্দিষ্ট গন্তব্যের উদ্যেশ্যে রওয়ানা দেওয়া এই পাগলা ঘোড়া খুব দ্রুত মুখ থুবড়ে পড়বে।দেশের জনগনের ভোট বিহিন এই সরকার মানুষের রক্ত নিয়ে হলি খেলছে।শেখ হাসিনা লাশের স্তুপের উপর দাঁড়িয়ে তার পাঁ চাটা কিছু গোলামকে সাথে নিয়ে নেচেগেয়ে আনন্দে দিনাতিপাত করছে।আর তার লেলিয়ে দেওয়া রক্ষী বাহীনির আদলে গড়া যৌথ বাহীনি প্রতি দিন অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করে পথে ঘাটে পেলে রাখছে।সারা বিশ্বে বাংলাদেশকে একটি ব্যার্থ সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত করেছে এই আওয়ামী ও স্বৈরাচারের যৌথ সরকার।
এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই জালিম সরকারকে উতখাত করতে হবে।
Discussion about this post