মৌলভীবাজারের ঝড়ে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৫জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৫ টার পর জুড়ী উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের ফয়জুর রহমান (৫০), তাঁর স্ত্রী শিরি বেগম (৪৫), মেয়ে সামিয়া বেগম (১৫) ও সাবিনা আক্তার (৯) এবং ছেলে সায়েম উদ্দিন (৭)। দগ্ধ অবস্থায় আরেক মেয়ে সোনিয়া বেগমকে (১২) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর আনুমানিক ৫ টার দিকে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। ফজরের নামাজ পড়ার পর স্থানীয়রা বিদ্যুৎ লাইনের একটি খুঁটিতে আগুন জ্বলতে দেখতে পান। পরে সেখানে গিয়ে দেখেন ট্রান্সফরমার সংলগ্ন ঘরের লোকজন মরে পড়ে আছে। এদিকে ঘটনার পর পল্লী বিদ্যুতের মৌলভীবাজার জেলার জিএম এ বি এম মিজানুর রহমান, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সারোয়ার আলম, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন। মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সারোযার আলম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৫ মারা গেছেন। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাঁদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post