গ্যাস্ট্রিকের জন্য চিকিৎসায় দেশ বিদেশে বহুল প্রচারিত ও ব্যবহৃত রেনিটিডিন জাতীয় ট্যাবলেট জেনট্যাক এ মানব দেহের খুবই ক্ষতিকারক উপাদানের উপস্থিতি পাওয়া গেছে। জেনট্যাক এ স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হিসেবে চিহ্নিত উপদান পাওয়াতে অন্যন্য দেশের মত কুয়েত এর বাজার থেকেও তুলে নেয়া হচ্ছে।
কুয়েত এর স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওষুধ ও খাদ্য তদারকির সহকারী আন্ডার সেক্রেটারি ড: আবদুল্লাহ আল বদরএর বরাত দিয়ে স্থানীয় কুয়েত টাইমস পত্রিকায় একটি সংবাদ ছাপা হয়েছে। এতে বলা হয় রেনিটিডিন ওষুধ যা জেনট্যাক নামেও আছে সকল সবগুলো স্থগিত এবং প্রত্যাহার করতে বলা হয়েছে।
তিনি বলেন, অন্যান্য দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ বর্তমানে খাদ্য ও কিছু মেডিকেল ড্রাগের অন্তর্ভুক্ত উপাদান এন-নাইট্রোসোডিমেথিলামাইন (এনডিএমএ) এর নিরাপদ মাত্রা নির্ধারণের চেষ্টা করছে। তিনি রোগীদের বিকল্প ওষুধ দেওয়ার ক্ষেত্রে তাদের চিকিত্সকদের সহায়তা নেওয়ার আহ্বান জানান। কুয়েতে ফার্মালাইফ ঔষধ কোম্পানিতে কর্মরত ক্রয় কর্মকর্তা মঈন উদ্দিন সরকার সুমন জানান ইতোমধ্যে তাঁরা তাদের সকল ব্রাঞ্চ থেকে রেনিটিডিন জাতীয় ওষুধ তুলে নিচ্ছেন।
Discussion about this post