ঝালকাঠি প্রতিনিনিধিঃ ঝালকাঠি সদর উপজেলার বাদলকাঠি গ্রামে হোসেন হাওলাদারের কন্যা জেসমিন বেগম (২০) সদর হাসপাতালে স্বামীর নির্মম নির্যাতনের স্বীকার হয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ৬ মাস পূর্বে ২০১২ সালের ৭ ডিসেম্বর বরগুনার মাদারখালী গ্রামের রাজমিস্ত্রী লুহান ঘরামীর সাথে জেসমিনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই স্বামী ১ লাখ টাকা যৌতুক দাবি করে। কিন্তু জেসমিন যৌতুক দিতে অপারগতা প্রকাশ করায় তার উপরে শাররীক নির্যাতন চালানো শুরু হয়। ১ মাস ধরে জেসমিনকে কোমড়ে শিকল বেঁধে আটকে রেখে নির্যাতন চালানো হয়। শেষ পর্যন্ত যৌতুকের টাকা না পেয়ে গত শুক্রবার স্বামী ও তার পরিবার জেসমিনকে পিত্রালয় দিয়ে যায়। পরদিন শনিবার জেসমিনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসারত জেসমিন জানায় তাকে ১ লাখ টাকা যৌতুকের জন্য এই অসহনীয় নির্যাতন চালানো হয়েছে।
Discussion about this post