ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : মানুষ মানুষের জন্য এই শ্লোগানকে বুকে ধারণ করে সম্প্রতি ঘুর্ণিঝড়ের আঘাতে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া ও বিজয়নগরে ৩শ পরিবারের মধ্যে কসবাস্থ সিডিসি স্কুল কাব স্কাউট দল গত মঙ্গলবার (২৬মার্চ) ত্রাণ বিতরণ করেছে। বিতরণকৃত মালামালের মাঝে ছিল কাপড়, পানির মগ, বিস্কুট, মোমবাতি ও দিয়াশলাই। কাব স্কাউট সদস্য ছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দও দিনব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
সিডিসি কাব স্কাউট দলের সভাপতি মো. সোলেমান খান ও সম্পাদক মো. অলিউল্লাহ সরকার অতুল জানান, তারা ১০/১১ বছরের কাব স্কাউট নিয়ে ত্রাণ কার্য বিতরণ করেছেন। দ্বিতীয় পর্যায়ে শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ করবেন। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, শিক্ষিকা সন্ধ্যা রাণী সাহা, ঝর্ণা সাহা, জাকির হোসেন, তাছলিমা আক্তার, রাজিয়া সুলতানা, জেবি আক্তার, নাসরিন আক্তার, মুক্তার রানী শিল, হাকিম সেলিম, লিপি আক্তার, আমিনুল ইসলাম দুলাল। অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন, আরফানুল ইসলাম, মো. আজম, মো. তপন, ভজন শংকর আচার্য। কাব স্কাউট নিহাল, নাফিসা, সাবিহা, সুমাইয়া, সাহাব, প্রিন্স, সাজ, ইয়ামিন, মোফিদা, হৃদয়।
Discussion about this post