শেষ পর্যন্ত সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বিপাশা বসু। জন আব্রাহাম নয়, করণ সিং গ্রোভারের সঙ্গে- সে খবর এখন সবার জানা। আাগামী ৩০ এপ্রিল ছাদনাতলায় বসবেন দু’জন। এরই মধ্যে অতিথিরা পেয়ে গেছেন বিয়ের কার্ড। এত তাড়াতাড়ি? ডিজিটাল যুগ বলে কথা। কার্ডের ছবি করণের টুইটার ফ্যান পেজে শেয়ার করা হয়েছে।
জানা গেছে, বাঙালি মতেই বিয়ে হবে দু’জনের এবং তার পরে হবে রিসিপশন। মুম্বাইয়ের লোয়ার প্যারেলে হচ্ছে বিয়ে। সন্ধে সাড়ে ৬টায়, পার্টি শুরু রাত দশটা থেকে। তবে এটাই চূড়ান্ত বিয়ের কার্ড কিনা তা অবশ্য জানানো হয়নি। সে যাই হোক, দাওয়াত তো পাওয়া গেল!
Discussion about this post