মানুষের প্রতিটি কাজই নিয়তের ওপর নির্ভর করে। ওই ব্যক্তি তা-ই পায়; যা সে নিয়ত কবে বা কামনা করে’- এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘোষণা। ইমাম বুখারি রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত হাদিস গ্রন্থ বুখারি এ হাদিসের মাধ্যমেই শুরু করেছেন।
আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ঘোষণা করেন, ‘আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব অর্পণ করেন না। যে ভালো উপার্জন (কাজ) করবে, সে তার প্রতিদান পাবে; এবং যে মন্দ উপার্জন (কাজ) করবে, সে তার প্রতিফল পাবে।’ (সুরা বাকারা : আয়াত ২৮৬)
কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে সে ভালো কাজের বিনিময় লাভ করবে। আর যদি অন্যায় কাজ করে তবে অন্যায় কাজের পরিণতি ভোগ করবে। তবে আল্লাহ তাআলা বিনিময় প্রদানে হেকমত অবলম্বন করেছেন।
মানুষের কল্যাণে ভালো কাজের বিনিময় দেন অনেকগুণ। আর মন্দ কাজের বিনিময় তা-ই দেন; যা সে করে থাকে। মন্দ কাজের বিনিময়ে কোনো বেশি-কম করেন না।
‘হ্যালো, আমি শেখ হামাদ’-এই ফোনটা পেয়ে পাকিস্তানি ওই প্রবাসী ডেলিভারি ম্যানের চমকে ওঠারই কথা। কারণ তাকে যিনি ফোন করেছেন তিনি দুবাইর যুবরাজ।
গত রবিবার আব্দুল গফুর আব্দুল হাকিম নামের পাকিস্তানি ওই ব্যক্তিকে ফোন দিয়েছিলেন দুবাইর যুবরাজ। আব্দুল গফুর তালাবাত নামের একটি কোম্পানি ডেলিভারি ম্যান হিসেবে কাজ করেন। বৃষ্টির সময় ব্যস্ত রাস্তায় পড়ে যাওয়া দুটি ভারী ক্রংক্রিটের ব্লক সরান গফুর। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ি পড়লে হিরো বনে যান তিনি।
ভাইরাল সেই ভিডিও দুবাইর যুবরাজেরও মন কাড়ে। তিনি এমন ভালো কাজ করা গফুরের পরিচয় ও ঠিকানা জানতে চান সামাজিক যোগাযোগ মাধ্যমে।
যুবরাজের ফোন পেয়ে গফুর মুগ্ধ। তিনি বলেন, ‘আমি আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম না।’ ‘দুবাইর যুবরাজ আমাকে ধন্যবাদ দিয়েছেন। তিনি আরও জানিয়েছে এখন তিনি দেশের কাজে বাইরে আছে, দুবাইয়ে ফিরে যত দ্রুত সম্ভব তিনি আমার সাথে দেখা করবেন।’
দুবাইর যুবরাজও ইন্সটাগ্রাম পোস্টে বলেছেন, ‘ধন্যবাদ গফুর, আপনি দয়ালু। অচিরেই আমাদের দেখা হবে।’
Discussion about this post