মোঃ হাবিবুর রহমান খান, কুমিল্লা প্রতিনিধি: অতিরিক্ত গাড়ীর চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্ল¬ার দাউদকান্দি মেঘনা, গোমতি মেঘনার সেতুর জয়েন্ট রাভারসহ ২টি সেতু ঝুকিপুর্ণ হওয়ায় সেতু ২টিতে যান চলাচল ধীরগতি চলাচলে কুমিল্ল¬ার চান্দিনার মাধাইয়া থেকে দাউদকন্দির টোলপ্লাজা পর্যন্ত গতকাল শুক্রবার ৪০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট। যাত্রীদের ভোগান্তি চরমে সীমাহীন। যানজটের কারণে কুমিল্লায় বেলা ২টায় জাতীয় পত্রিকা এসে পৌছে। ফলে পাঠকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
কুমিল্লা হাইওয়ে পুলিশ সার্জন সাইফুল জানান, গতকাল শুক্রবার ভোর ৪টায় মেঘনা সেতুতে একটি মালবাহী ট্রাক উল্টে যায়। পুলিশ সকালেই দূঘনাকবলিত ট্রাক উদ্ধার করে। আর শুক্রবারে এমনিতেই যানচলের অতিরিক্ত চাপ থাকে। তারউপর সেতুতে যেখানে ঘন্টায় ৫শতাধিক যানবাহন চলাচল ছিল। সেখানে মাত্র শতাধিক গাড়ী চলাচল করছে ধীরগতিতে । সেজন্যে যানবাহনের যানজট সৃষ্টি হচ্ছে। তবে যানচলাচল করছে তবে ধীরগতিতে।
এ জন্যেঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্ল¬ার বিভিন্ন অংশে মহাসড়কে দেখা দিয়েছে তীব্র যানজটের। যার ফলে রাজধানী থেকে পূর্বাঞ্চলে যাতায়াতকারী অতিরিক্ত যাত্রীবাহী গাড়ীর চাপে আজ ভোর থেকে চান্দিনার মাধাইয়া এলাকা থেকে মহাসড়কের দাউদকন্দির টোলপ্লাজা পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট। যানজটের কারণে কুমিল্লায় জাতীয় পত্রিকাগুলো পৌছেছে দুপুর ২টায়। পত্রিকার পাঠকরা স্টলে এসে ভীড় লক্ষ্য করা গেছে। অন্যদিকে কুমিল্লায় বৃষ্টির কারণে পাঠকরা ঘরে বসে অন্যদিনের ন্যায় পত্রিকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
পুলিশের তৎপরতা থাকলেও মহাসড়কে থেমে থেমে ধীরগতিতে চলছে যানবাহন। সকাল সাড়ে ১০টায় অতিরিক্ত যানবাহনে চাপে যানজটের তীব্রতা বেড়ে চান্দিনার মাধাইয়া পর্যন্ত বিস্তার লাভ করে। দুপুর ৩টাপর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত চান্দিনার মাধাইয়া থেকে দাউদকন্দির টোলপ্লাজা পর্যন্ত ৩৫ কিলোমিটার এলাকা জুড়ে মহাসড়কে ধীর গতিতে যান চলাচল করছিল।
উল্লেখ্য যে গতকালই যোগাযোগ মন্ত্রী বলেছেন আগামী ১সপ্তাহের মধ্যে সেতু ২টির সংস্কার কাজ শুরু হবে।
Discussion about this post