ঢাকা বাসীর সংগঠন ঢাকা সমিতি (বৃহত্তর’র) উদ্যোগে গত ২৩শে জুন ২০১৬ ইং কুয়েতের একটি অভিজাত চাইনিজ হোটেলে দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিল এর সভাপতিত্ব করেন ঢাকা সমিতির সভাপতি সোয়েব আহম্মেদ। সঞ্চালনা করে ঢাকা সমিতির সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসাবে প্রকৌঃ আশরাফ উদ্দিন সভাপতি বিএনপি কুয়েত, ঢাকা সমিতির উপদেষ্টা পিরোজ বদু, হযরত আলী মল্লিক, আল আমিন চৌঃ স্বপন, রফিকুল ইসলাম ভুলু সভাপতি আওয়ামী ফাউনডেশন কুয়েত, ইঞ্জিনিয়ার এম আই আলম, ইঞ্জিনিয়ার রফিক, ইঞ্জিনিয়ার কাজী গোলাম মোস্তফা ডাইরেক্টর শেরাটন হোটেল কুয়েত, সি: সহ-সভাপতি রমিজ দেওয়ান ও জুনায়েদ। উক্ত দোয়া মাহফিল ও ইফতার পাটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথা ক্রমে সহ-সভাপতি আব্দুল আউয়াল খান, সফিকুল ইসলাম সফিক, আনিছুর রহমান সোহেল, মোতালেব হোসেন, আব্দুস সোবহান, নাছির যুগ্ম সম্পাদক, ইমরান হোসেন সাংগঠনিক সম্পাদক সহ সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ।
তাছারা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিকরা সে সময় উপস্থিত ছিলেন। ঢাকা বাসীদের স্বার্থে এই সমিতি কার্যক্রম করবে এই আশা ব্যক্ত করেন সভাপতি এবং অন্যান্য অতিথিরা এই সমিতিতে সবসময় পাশে থাকবে ও সহযোগিতা দিবেন বলে জানান, পরে মুসলিম উম্মা ও বাংলাদেশী প্রবাসী জন্য বিশেষ দোয়া পাঠ করানো হয়, শেষে দোয়া ও ইফতার মাহফিল এর সমাপ্তি হয়।
কুয়েত থেকে – শেখ এহছান খোকন
Discussion about this post