নাজমুল হুদা মানিক. ময়মনসিংহ ॥ ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জহিরুল হক খোকা বলেছেন, তরুণ প্রজন্মকে বাচাঁতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ শিা প্রতিষ্ঠান এর দিকে নজর দিতে হবে। আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মকান্ডে তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে হবে। তিনি বলেন, সঙ্গ দোষে মানুষ অনেক সময় নষ্ট হয়। ভালো মানষরাই পারে সমাজ পরিবর্তন করতে। তিনি বলেন, মাদক নিয়ে অনেক মামলা হয়। অনেক সময় আলামতের অভাবে মামলা টিকে না। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস উপলে সরকারী আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সরকারী আনন্দ মোহন বিশ্ববিদ্যলয় কলেজের অধ্য প্রফেসর ড. এম এ মান্নান, অতি: পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুন। মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক এএএম হাফিজুর রহমান এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারী আনন্দ মোহন বিশ্ববিদ্যলয় কলেজের উপাদ্য প্রফেসর একে মাহবুব আলম, শিক সমিতির সাধারন সম্পাদক প্রফেসর ড. গাজী হাসান কামাল, প্রফেসর শাহ মো: জিয়াউল হক, আমোকসুর জিএস মোতাহার হোসেন লিটু, ছাত্রনেতা মো: রকিবুল ইসলাম রকিব প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা পরিষদ প্রশাসক এডভোকেট জহিরুল হক খোকা, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীসহ অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য র্যালী শহর প্রদণি শেষে সরকারী আনন্দ মোহন কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
Discussion about this post