মুহাম্মদ জালাল উদ্দিন – ১৯২ ঢাকা-১৯ (সাভার) সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য তালুকদার মোঃ তৌহিদ জং (মুরাদ) কুয়েত’র ক্রাউন প্রিন্স শেখ নওযাব’র বিশেষ আমন্ত্রনে দু’দিনের কুয়েত সফরে আসেন। বিভিন্ন কর্মব্যবস্থার মধ্যে ও ৬ মে ২০১২ কুয়েতস্থ ফরওয়ানিয়া আউন প্লাজায় তালুকদার মোঃ তৌহিদ জং (মুরাদ) সাথে সাক্ষাত করেন দৈনিক দেশের পত্র। প্রবাসী কন্ঠ ও এশিয়া বার্তা কুয়েথ প্রতিনিধি মুহাম্মদ জালাল উদ্দিন (দোহার-ঢাকা)। বাংলার বার্তা মধ্যপ্রাচ্য বিজ্ঞাপন প্রতিনিধি মোঃ উসমান গনি, মোঃ দুলাল (মিরপুর সেনপাড়া-ঢাকা), ইমরান ও মাহফুজ। তার ব্যক্তিগত ভাবে কুয়েত সফর করেন বলে তিনি জানান।
Discussion about this post