কুয়েত সরকার কর্তৃক ঘোষিত সাধারণ ক্ষমার সুযোগে যেসব অবৈধ প্রবাসীরা আকামা লাগাতে চাচ্ছেন কিংবা দেশে যেতে চাচ্ছেন, তাদেরকে বিভিন্নভাবে কুয়েত দূতাবাস সহযোগিতা করে যাচ্ছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বলেন যারা অবৈধ পাসপোর্ট না থাকার কারণে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন না তাদের অগ্রাধিকার ভিত্তিতে ১০ দিনের মধ্যে পাসপোর্ট দেয়ার আপ্রাণ চেষ্টা করছেন। তিনি বলেন, যাদের কাছে পাসপোর্ট নেই, এমনকি মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট এর কোনো ফটোকপিও নেই, তারা যদি বাংলাদেশের নাগরিক হিসেবে ন্যূনতম প্রমাণ দেখাতে সক্ষম হন, তবেই দূতাবাস তাদের নতুন পাসপোর্ট এর আবেদন গ্রহণ করবে। তবে দশ তারিখের পরে আর কোন পাসপোর্ট আবেদন গ্রহন করা হবে না। তিনি আরো বলেন প্রবাসীদের যে কোন সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের আন্তরিকতার অভাব নেই।
Discussion about this post