দীর্ঘ দুই বছর সকল প্রকার বাধ্যবাধকতা ছাড়াই কুয়েতে থেকে স্থল পথ ও আকাশ পথে ওমরা পালনে উন্মুক্ত করে দিয়েছে দেশটির সরকার। এখন থেকে ওমরা পালনে আর কোন বিধি নিষেধ নেই। কুয়েতে অবস্থানরত যে কোন বৈধ প্রবাসী সহজেই ওমরা পালনে যেতে পারবেন। দীর্ঘদিন ওমরা পালনের বিধি নিষেধ থাকার কারনে এই ব্যবসার সাথে জড়িত অনেক প্রবাসী ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে দিয়েছেন। সকল প্রকার বিধি নিষেধ বাতিল করে আবার ওমরা পালনের রাস্তা খূলে দেওয়ায় অনেকেই আবার নতুন করে পুরো উদ্দোমে ওমরা ও হ্বজ্জ কাফেলার ব্যবসা শুরু করছেন। ভারত, পাকিস্থান, শ্রীলঙ্কা, আফগানিস্থান, মিসর সহ বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য ভিন্ন ভাষা জানা অভিজ্ঞ গাইড দিয়ে তীর্থস্থান দেখার সুযোগ করে দেন বলে জানান ওমরা ও হ্বজ্জ কাফেলার সাথে জড়িত সংশ্লিষ্টরা ব্যবসায়ীরা।
এখন থেকে সৌদি পর্যটন ভিসা পাবেন কুয়েত সহ গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি)র প্রবাসীরা। কুয়েত থেকে ওমরা পালনে পূর্বের চেয়ে খরচ কিছুটা বেড়েছে কুয়েতি দিনারে ১১০ দিনার যা বাংলাদেশ টাকায় প্রায় চল্লিশ হাজার টাকার মতো খরচে ওমরা পালন করতে পারবেন। তবে সেবার মান আগের চেয়ে অনেক ভাল বলে জানান এই ব্যবসার সাথে জড়িত সংশ্লিষ্টরা। কুয়েত থেকে প্রতি সাপ্তাহে বিভিন্ন দেশের তিন থেকে চার শত ওমরা হজ্জ যাত্রী স্থল পথে সৌদি আরবে ওমরা পালনের জন্য যান। ওমরা ও হ্বজ্জ কাফেলার অফিস থেকে খুব সহজে ওমরা ভিসা পাওয়া ও ভিসা পেতে ফিঙ্গারপ্রিন্ট সহ সকল কাজ সম্পন্ন করায় সন্তুস্ট প্রকাশ করেন ওমরা যেতে আগ্রহী প্রবাসীরা। স্থলপথে ওমরা ভ্রমণের চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয় গনমাধ্যমে প্রকাশিত হয়। এই ব্যবসার সাথে জড়িত ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা আবার তাদের পূর্বের স্থানে পৌছাবেন। কুয়েত প্রবাসীরা কম খরচে নবীজির রওজা মুবারক সহ সৌদি আরবের তীর্থস্থান দেখার সুযোগ পাবেন এই প্রত্যাশা।
Discussion about this post