মো. অলিউল্লাহ সরকার অতুল : দীর্ঘ ৮ বছর পর কসবা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে কাউন্সিলরদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
নির্বাচন পরিচালনা কমিশনের সদস্য মো. হুমায়ন কবীর সরকার জানান, গতকাল বৃহস্পতিবার (৩০ মে) আনন্দঘন পরিবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে আলহাজ্ব মুহাম্মদ শাহআলম এডভোকেট এমপি’র মনোনয়নপত্র জমা করেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা যুবলীগ সভাপতি এম.জি হাক্কানী। তাছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমাদানকারীগন হচ্ছেন, উপজেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ভুইয়া বকুল ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনিসুল হক ভুইয়া।
জানা যায় , সম্মেলনে ২৪৬ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Discussion about this post