উল্লেখ্য, ১১ জুলাই ২০২৪ তারিখে জারিকৃত দূতাবাসের হটলাইন সংক্রান্ত বিজ্ঞপ্তি নং- কুয়েত প্রশাসন-০১/১৩৩/২০২৪ বাতিল করে নতুন বিজ্ঞপ্তিটি সকলের অবগতির জন্য প্রকাশ করা হলো। বিষয়সমূহ: ১। শ্রমিক সংক্রান্ত সমস্যাদি যেমন- আকামা, বেতন, মৃতদেহ দেশে প্রেরণ, ক্ষতিপূরণ, সার্ভিস বেনিফিট, পাওয়ার অফ এ্যটনী, বাংলাদেশী নাগরিকদের ভিসা সত্যায়ন ইত্যাদির জন্য শুক্রবার ব্যতীত সপ্তাহের ৬ দিন সকাল আট ঘটিকা থেকে বিকাল চার ঘটিকা পর্যন্ত সরাসরি মোবাইল বা , ইমো, হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারবেন ক) জনাব ফরিদ হোসেন, কল্যাণ সহকারী মোবাইলঃ +৯৬৫ ৫৫৪৩৭৬৫৪, খ) জনাব আনোয়ার সাদাত, কল্যাণ সহকারী মোবাইলঃ +৯৬৫ ৫৫৪৩৭৬৭৫, গ) জনাব তৌহিদুল ইসলাম মজুমদার, কল্যাণ সহকারী; মোবাইলঃ +৯৬৫ ৫৫৪৩৭৬০০। ২। কনস্যুলার সেবাসমূহ যেমন- ড্রাইভিং লাইসেন্স সত্যায়ন, নাম সংশোধন সনদ, আমমোক্তারনামা, একাডেমিক সার্টিফিকেট, ফটো সত্যায়ন, রিলেশন সনদ এবং বিভিন্ন বিষয়ে প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত, ইত্যাদি (এনআইডি) জনাব নুর জামাল, অভ্যর্থনাকারী মোবাইলঃ +৯৬৫ ৬৬৫১৬৪০৪। ৩। পাসপোর্ট, ট্রাভেল পারমিট ও বিদেশি নাগরিকদের জন্য ভিসা ইস্যু সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য (ক) জনাব মওদুদুর রহমান, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোবাইলঃ +৯৬৫ ৫০৮৯৫১৬১ (হোয়াটসঅ্যাপ অগ্রাধিকার), (খ) জনাব নূর মোহাম্মদ , মোবাইলঃ +৯৬৫৯৮৭৪৭৮৩৭ (হোয়াটসঅ্যাপ অগ্রাধিকার) ৪। মৃত্যু, দূর্ঘটনা এবং এরুপ অতীব জরুরী বিষয়ে যোগাযোগের জন্য দূতাবাস হটলাইনঃ +৯৬৫ ৬৯৯২০০১৩ সপ্তাহে ০৭ দিন ২৪ ঘন্টা চালু থাকবে।
Discussion about this post