অমর একুশে গ্রন্থমেলার ১৯ তম দিনে মোড়ক উন্মোচিত হল লেখক দেওয়ান মশিউর রেজা চৌধুরীর বই “এখনো কষ্ট”-এর। মঙ্গলবার বইমেলার নজরুল মঞ্চে বিকাল ৫ ঘটিকায় তার উপন্যাস “এখনো কষ্ট” -এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করলেন গীতিকার শহিদুল্লা ফরায়জী ও সুপ্রিম কোর্ট এর সহকারী এটর্নি জেনারেল মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোঃ জসীম উদ্দিন । দেওয়ান মশিউর রেজা চৌধুরী সৃষ্টিশীল শিল্পীদের একজন। তিনি কলম নিয়ে কাটাতে পারেন ঘণ্টার পর ঘণ্টা। লেখক হিসেবে তিনি এরই মধ্যে বেশ নাম কুড়িয়েছেন। তবু লেখালেখি তাকে তীব্র আকর্ষণ করে। শব্দের গাঁথুনিতে তার কাব্যগ্রন্থ ও উপন্যাসের গঠন কৌশল, শিল্পিত আবেগ, চটুল ছন্দ পাঠককে সহজেই কাছে টানে। ছোট বেলা থেকেই লেখকের খেলাধুলা, লেখালেখি ও অভিনয়ের প্রতি ছিল অনেক আগ্রহ। ইতিমধ্যেই লেখক খেলাধুলায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ সহ জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। দীর্ঘ ১৬ বছর সাংবাদিকতায় রেখেছেন নিরলস সাহসী ভূমিকা। এছাড়াও লেখক বিভিন্ন সাংস্কৃতিক, ক্রীড়া ও সাহিত্য সংগঠনের সাথে জড়িত। ইতিমধ্যে লেখকের লেখা মঞ্চ নাটক অভাগিনীর বেহুলা, স্বরবর্ণ, আলোর পথে- নাটক গুলো বেশ কয়েকবার মঞ্চস্থ হয়েছে, সেই নাটকে নির্দেশনা দিয়েছেন স্বয়ং লেখক। এছাড়াও লেখকের রচনা ও পরিচালনায় চা বাগানের ভাষায় নির্মিত নাটক “চা বাগানের মেয়েটি” অত্যন্ত সুন্দর ভাবে ক্যামেরা বন্দী করা হয়েছে। ইতিমধ্যে লেখকের লেখা “ঘুনপোকা খায় হৃদয়” কাব্যগ্রন্থ ২০০৭ সালে একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে এবং লেখকের রচনা ও সম্পাদনায় ১লা অক্টোবর শ্রীমঙ্গল বিনোদন থিয়েটারের প্রকাশনায় প্রকাশিত “চিরন্তন বাণী” পাঠকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, এবার ২০১৩ সালে প্রকাশিত হয়েছে লেখকের লেখা উপন্যাস “এখনো কষ্ট”। লেখক যা ভাবেন তাই গদ্য-পদ্য হয়ে আসে তার কলমে। খেলাধুলা ও সাংবাদিকতা নিয়ে বেশিরভাগ সময় কাটলেও আবার ফিরে এসেছেন তিনি কবিতা,উপন্যাস’র কাছে। নাগরিক ব্যস্ততার মাঝে ও এবার মলাটবন্দি হয়েছে তার লিখা দুষ্টু মিষ্টি প্রেমের গল্প “এখনো কষ্ট”। একুশে বাংলা প্রকাশন’র ব্যানারে বইটি প্রচ্ছদ করেছেন তারিকুল ইসলাম শান্ত। গ্রন্থিত হওয়া উপন্যাসে উঠে এসেছে চলমান সময়, পরাবাস্তব, প্রেম, শঙ্কাসহ নানাদিক। উপন্যাসটি পাঠকের বোধের দরজা খুলে দেবে। উপন্যাস পিপাসু পাঠকদেরও নিয়ে যাবে শক্তিশালী কল্পনার রাজ্যে। “এখনো কষ্ট” অমর একুশে গ্রন্থমেলার ১৩৩,১৩৪ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক একুশে বানীর সম্পাদক ও প্রকাশক আশরাফ সরকার, প্রকাশক শেখ জাহাঙ্গীর ইউসুফ, এ্যাডঃ মেজবাউল ইসলাম আসিফ, সাংবাদিক ও সাহিত্যিক আঞ্জুমান আরা শিল্পী, অভিনেতা পিরজাদা শহিদুর হারুন, কবি সাহিত্যিক গিয়াস, কথাসাহিত্যিক প্রফেসর লাভলী বাসার,বাউল সম্রাট আলাউদ্দিন জালালি,কবি ও মুক্তিযোদ্ধা মহসিনা বেগম, সময় নিউজ ২৪ ডট কম’র পরিবার বর্গ সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
বার্তা প্রেরক
তন্ময় দাস(রিয়েল)
Discussion about this post