তাইওয়ানের ইন্ডাস্ট্রিয়াল টেকনোলোজি রিসার্চ ইন্সটিটিউট এর গবেষকরা অতি সম্প্রতি এক নতুন ধরণের ই-পেপার তৈরি করতে সক্ষম হয়েছেন যা সাধারণ কাগজের মত ব্যবহার করা যাবে।
তাইওয়ানের গবেষক কর্তৃক উদ্ভাবিত এই ই-পেপার থারমাল প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করা যাবে। এই প্রিন্টারে তাপ এর মাধ্যমে প্রিন্ট করে থাকে। ব্যবহারকারী চাইলে এই ই-পেপারের লেখা মুছে তাকে আবার ব্যবহার করতে পারবে এবং এভাবে একটি ই-পেপার ২৬০ বার ব্যবহার করতে পারবে। এই ই-পেপারে প্লাস্টিক ফিল্ম এবং কোলেস্ট্রিক লিকুইড ক্রিস্টাল ব্যবহৃত হয়েছে। প্লাস্টিক সাইন এবং পোস্টারে এ ধরণের ই-পেপার ব্যবহার করা যাবে এবং খরচও অনেক বাচবে। গবেষকরা আশা করছেন যে আগামী দুই বছরে তারা এই নতুন ই-পেপার বাজারে ছাড়বেন।
সূত্রঃ স্ল্যাশ গিয়ার
Discussion about this post