ঢাকা : বেসরকারি খাতে নতুন বাণিজ্যিক ব্যাংকের লাইসেন্স দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ৪ এপ্রিল। ওইদিন বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হবে। পূর্ব নির্ধারিত তারিখ অনুয়ায়ি ২৭ মার্চের ডাকা বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিদ্ধান্ত না পাওয়াতেই বৈঠকটি বাতিল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকে জমা পড়া ৩৭টি আবেদন যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে ১৬টি আবেদন বাছাই করা হয়েছে। সেগুলোর ব্যাপারে বাংলাদেশ ব্যাংক অধিক যাচাই বাছাই করে আটটি ব্যাংকের অনুমোদনের ব্যাপারে সরকারের সঙ্গে একমত পোষণ করেছে। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বার বার চাপ দেওয়া হচ্ছে সবগুলোর লাইসেন্স দিতে দ্রুত সিদ্ধান্তের জন্য। এ জন্য এ ব্যাপারে আরো চুলচেরা বিশ্লেষণ করতে বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভা এক সপ্তাহ পেছানো হয়েছে বলে জানা গেছে।
Discussion about this post