নাইরে কেউ আপন
-শেখ এহছানুল হক খোকন
তোর সাথে নাইরে আপন
সবই যেন পর
আপন করে ভাবতে গেলে
সবাই করে পর
আকাশ পানের ছায়া গুলো
তোরে দেখে হাসে
সবই নাকি গোলক ধাধা
আপন শুধু সাজে
বিদেশ এসে পথ হারালে
বুজার কেহ নাই
টাকা দিলে সবই আপন
নইলে কিছু নাই
এ কিরে তোর চাওয়া পাওয়া
জীবন খেয়া মাঝে
নিয়তির ঐ রংধনু আজ
অবাক চোখে দ্যাখে
শক্তি ক্ষনের যুবক মনে
কি ছিল ঐ দেহে
এখন শুধু বিবেক লড়াই
কাজের ফাকে কাদে
সে কথাটা অজানা আজ
সকল আপন জনে
নিজেই নাকি দোষের দোষী
পথহারা এ পথে
যখন হেথায় থাকবে নাকো
অভিযোগ না রবে
সেদিন তোরে মনে করে
কাদবে জনে জনে
এ কি তোর আপন হওয়া
যখন ছিল সব
মরার পরে আপন ভেবে
বিদায় দিবে রব
সাজাসাজির অভিনয় সব
দেখবে সবই পর
সকাল হতে রাত অবদি
কাজ করারই ফল
মন মানেনা প্রান মানেনা
কি যে খোজাখুজি
যারে তুমি আপন জানবে
সেইই বিধাবে ছুরি
কেথায় আছে ভক্তি শ্রদ্ধা
খুজে নাহি পাই
এ জামানায় সৎ আদর্শের
তেমন জায়গা নাই।।
Discussion about this post