ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥
নানা অনুষ্ঠানের মাধ্যমে কসবায় নববর্ষকে বরণ করা হয়। প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দিন ব্যাপী কর্মসুচীর মধ্যে ছিল, আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালী, যেমন খুশি তেমন সাজ, সাংস্কৃতিক অনৃুষ্ঠান ও বৈশাখী মেলা।
সকাল ৭টায় স্থানীয় প্রশাসন এলাকার সুধীজনদের সম্মানে মাটির সানকিতে পানতা খাওয়ার ব্যবস্থা করেন। প্রশাসনের নেতৃত্বে বিভিন্ন সংগঠন নানা সাজে বর্ণাঢ্য শোভাযাত্রা করে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। সকাল ৭টায় স্থানীয় সিডিসি স্কুল পবিত্র কোরান থেকে তেলওয়াত ও গীতা পাঠ শেষে জাতীয় পতাকা আনুষ্ঠাকি উদ্বোধনের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করে। পরে ছাত্র শিক্ষক ও অভিভাবক সমাবেশে স্কুলের প্রতিষ্ঠাতা মো. সোলেমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক লোকমান হোসেন পলা, মো. অলিউল্লাহ সরকার অতুল, সন্ধ্যা রানী সাহা প্রমুখ। পরে বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে র্যালী বের করে। সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় প্রশাসন আয়োযিত সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভুইয়া বকুল। উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা কবিতা আবৃত্তি, নৃত্য, সঙ্গীত, অভিনয়, পুঁতিপড়া, জারিগান, ভাউল গান পরিবেশন করে। এদিকে কসবার গোসাইস্থলে মন্দির প্রঙ্গণে প্রতিবারের মতো তাদের ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হয়। এছাড়া কসবা শহরের কল্যাণ সাগর দিঘির পাড়ের প্রান্তিক চত্বরে স্থানীয় একটি সংগঠন আমরা হগ্গলে বাঙ্গালী পান্তা ইলিশের আয়োজন করে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পান্তা ইলিশের আয়োজনকে সাধুবাদ জানান।
Discussion about this post