স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর বেগমগঞ্জে বিব¯্র করে নারীর উপর বর্বর নির্যাতন, এমসি কলেজসহ দেশব্যাপী সকল ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এনপিএস (NPS) গণমাধ্যম মানবাধিকার সংস্থা ময়মনসিংহ বিভাগীয় কমিটির উদ্যোগে গত ১২ অক্টোবর সোমবার বিকালে ময়মনসিংহ মহানগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এনপিএস গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ময়মনসিংহ বিভাগীয় কমিটির চেয়ারম্যান কাজী বজলুর রহমান বেনুর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন এনপিএস গণমাধ্যম মানবাধিকার সংস্থা ময়মনসিংহ বিভাগীয় কমিটির মহাসচিব এড. মীর আফজালুর রহমান পান্নু, আইন বিষয়ক সম্পাদক এড. মোহাম্মদ আলী, এনপিএস কর্মী এসএম বাহরাম চিশতি প্রমূখ। মানববন্ধনে বক্তারা দেশে সাম্প্রতিককালে নারী ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ নানা অপকর্মের তীব্র প্রতিবাদ করেন এবং এ সকল অপরাধ দ্রুত নিরসনে সরকারের দৃষ্টি কামনা করেন।
Discussion about this post