ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের পল্লীতে মিলনপুর গ্রামে অসহায় ও দিনমজুর পরিবারের ২৩ টি ঘরে বুধবার গভীর রাতে পুলিশ পরিচয়ে গণডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতরা কয়েকজন পুরুষকে বেধেঁ একটি ঘরে আটকে রেখে জিম্মি করে তারা ২৩ টি বসতঘরে হামলা চালিয়ে নগদ টাকা,স্বর্ণালস্কার ও অন্যান্য মালামাল লুট করে নেয়। এসময় ডাকাতের হামলায় শিশু,মহিলাসহ প্রায় ১০ জন আহত হয়।
ডাকাতির শিকার পরিবারের লোকজন জানায়, সংঘবদ্ধ ডাকাতরা বুধবার গভীর রাতে হরিপুর ইউনিয়নের আলিয়ারার মিলনপুর গ্রামের ছোট্ট মিয়া ও শিশু মিয়ার বাড়ির ঘরে এসে পুলিশ পরিচয় দিলে ঘরে থাকা এ দুই জন দরজা খুলে দেয়। দেশীয় অস্ত্র থাকা ২০/২৫ জনের ডাকাতদল তাদের বেধেঁ ফেলে একটি ঘরে আটকে রাখে তাদের জিম্মি করা হয়। পরে একে একে ২৩ টি ঘরের নগদ টাকা,স্বর্ণালস্কার,মোব্্াইলসহ প্রায় তিনলক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এসময় ডাকাতের হামলা ও ছুরিকাঘাতে শিশু,নারীসহ ১০ জন আহত হয়। গুরুত্বর আহত রহমত আলী(৪০) ,আসমা বেগম(২৫),মুরাদ মিয়া(৪০) ও ফরছু মিয়াকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজ্বী জামাল মিয়া মিলনপুর গ্রামে গণডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকা পরিদর্শন করে দেখেছি অসহায় ও দিনমজুর পরিবারের ২৩ টি ঘরে ডাকাতরা এ তান্ডব চালিয়েছে।
নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবদুল কাদের ঘটনা নিশ্চিত করে জানায় ডাকাতির সংবাদ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
Discussion about this post