হাকিকুল ইসলাম খোকন : বছর নভেম্বর ৫ মঙ্গলবার নিউইয়র্ক সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর বাপসনিউজ। এবং প্রাইমারী অনুষ্ঠিত হবে ৩ সেপ্টেম্বর। ডেমোক্রেট প্রাইমারীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিটির বর্তমান স্পীকার ক্রিস্টিন কুইন, প্রাক্তন কংগ্রেসম্যান এন্থনী উইনার, সিটির বর্তমান পাবলিক এডভোকেট বিলডি বাজিও, কনন্ট্রোলার জন সি লু, প্রাক্তন কন্ট্রোলার বিল টমসন, প্রাক্তন সিটি কাউন্সিলম্যান সেল আলবানিস ও এরিক সালগাডো। এ নির্বাচনে বাংলাদেশ কমিউনিটির নন্দিত শিশু সংগঠন শিরি শিশু সাহিত্য কেন্দ্র নিউইয়র্কের (শিরি)-এর এক্টিভিস্ট সাঈদা সুস্মিতা প্রথমবারের ন্যায় ভোট প্রদান করবে। তার পছন্দ মেয়র হিসেবে সবাই। তবে স্পীকার ক্রিস্টিন কুইনকে সে ভোট দিবেন বলে বাপসনিউজকে জানান। কেন সুস্মিতা ক্রিস্টিন কুইনকে ভোট দিবে তার বর্ণনায় বলেন, নিউইয়র্ক সিটিতে প্রথম মহিলা স্পীকার হিসেবে ভাল ও প্রশংসনীয় কাজ করেছেন। ক্রিস্টিন কুইন মধ্যবিত্ত পরিবারের জন্য হাউজিং, কাজ এবং শিক্ষার ক্ষেত্র বিশেষ উন্নয়নে কাজ করবেন। ক্রিস্টিন কুইন নির্বাচিত হলে একজন ভাল মেয়র হবে। উলেলখ্য, সুস্মিতা ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ২য় মেয়াদে বারাক ওবামাকে ভোট দেন। প্রেসিডেন্ট নির্বাচনে ভোটই ছিল সুস্মিতার প্রথম ভোট। ১৮ বছর হলেই ভোট প্রদান করার নিয়ম। সুস্মিতা ১৯৯৪ সনে ৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জন্ম গ্রহণ করেন। সুস্মিতা সিটি ইউনিভ। র্সিটি অব নিউইয়র্ক (কিউনি)-এর জন জে কলেজে অধ্যয়নরত।
ছবিতে সুস্মিতা ২০১২ সালে নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট বারাক ওবামাকে ভোট প্রদান করেন নিউইয়র্কের এস্টোরিয়ার একটি স্কুলে। উক্ত প্রাইমারী স্কুলেই সুস্মিতা অধ্যায়ন করেছেন। পাশের ছবিতে এ প্রতিবেদক ও পুরস্কার বিজয়ী সাংবাদিক এক্টিভিস্ট হাকিকুল ইসলাম খোকনকে দেখা যাচ্ছে সুস্মিতার প্রাইমারী স্কুলের সামনে।
Discussion about this post