মোঃ নাজমুল হক (ওয়ালিউল্লাহ) বাংলার বার্তা জামালপুর প্রতিনিধিঃ শেরপুর জেলার সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার শ্রীবরদী পৌরশহরের ব্যস্ততম এলাকায় পৌর শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে মাস খানেক আগে পুরো পৌরশহরের একটি মাত্র নতুন ড্রেন নির্মাণ করা হলেও ড্রেনটি একদিন পরেই পুরোপুরিভাবে ভেঙ্গে পরেছে, ড্রেনটি পূর্ণনির্মাণ না করায় অত্র এলাকার জনগণের পানি ও পচা আবর্জনার দুর্গন্ধে চরম দুর্ভোগ পুহাতে হচ্ছে। জানাগেছে শ্রীবরদী পৌরশহরের উত্তর বাজারস্থ ব্যস্ততম এলাকায় জলাবদ্ধতা নিরসনের জন্য নতুন করা ড্রেনটি নির্মাণ কাজে নিম্নমানের ইট-সিমেন্ট ব্যবহার করার কারণে নির্মানের একদিনের মধ্যেই সম্পূর্ণ ড্রেনটি ভেঙ্গে পরে যায়। সূত্র জানায় দলীয় লোকজনের মাধ্যমে ড্রেনটি নিম্নমানের ইট-বালি ও কমদামের সিমেন্ট ব্যবহার করার জন্যই ড্রেনটি ভেঙ্গে যায়। ড্রেনটি বর্ষার আগেই পূর্ণনির্মাণ করা না হলে পুরো পৌরশহরেই জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এমনিতেই একটু বৃষ্টি হলেই পৌরশহরের কোথাও কোথাও হাটু পরিমাণ পানি জমে যায়। অত্র এলাকার লোকজনের একটাই দাবি বর্ষার আগেই ড্রেনটি পূণঃনির্মাণ করা হোক।
জামালপুরে বন্যা আরো অবনতি ॥ যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ৪৪ সে. মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে
জামালপুরে বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে ১০ সে. মিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪৪ সে. মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বেড়েছে পুরাতন ব্রহ্মপুত্র, ঝিনাই, জিঞ্জিরাম, দশ আনী ও সুবর্ণখালীরও। বন্যায় ইসলামপুর ও দেওয়ানগঞ্জের ১৩টি ইউনিয়নের নিুাঞ্চল প্লা¬াবিত হয়েছে। এসব ইউনিয়নের প্রায় ৮০ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। পানি বন্দী মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গো খাদ্যের সংকট দেখা দিয়েছে। বিভিন্ন বাধ ও উচু স্থানে আশ্রয় নেয়া মানুষের ব্যাপক ত্রাণ তৎপরতার প্রয়োজন বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।
Discussion about this post