কুয়েতে নিরোদ দেবনাথ পিতা ব্রজেন্দ্র দেবনাথ নামে (বাংলাদেশী পাসপোর্ট নম্বর ডাব্লিও 0292590 ) পাঁচ জুলাই ২০২২ মৃত্যবরণ করে। বর্তমানে মৃতের মরদেহ মোবারক আল কাবির হাসপাতালের হিমাগারে আছে। কুয়েতে বাংলাদেশ দূতাবাস মৃত্যবরণকারীর পরিচয় এবং কুয়েতে তার কোন নিকট আত্মীয় আছে কিনা জানতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দূতাবাসের ফেইসবুক পেইজে। কিছূক্ষনের মধ্যেই সোলেমান নামে এক ব্যক্তি মৃত ব্যক্তিকে চিনেন বলে রিপ্লাই দেন। সোলেমান জানান মৃত নিরোদ দেবনাথ এর দেশের বাড়ি মৌলভীবাজার কমলগঞ্জ থানায়। তার এক ছেলে সন্তান ও স্ত্রী রয়েছে বাংলাদেশে। সোলেমান জানান মৃত নিরোদ দেবনাথ ২০০৭ সালে কুয়েতে আবদালী (মাজরায়) কৃষি কাজের ফ্রি ভিসা নিয়ে কুয়েতে আসেন। এক বছর আকামা শেষে হলে পুনরায় আকামা নবায়ন করার জন্য স্থানীয় নাগরিক কে টাকা দেন। কিন্তু তার আকামা নবায়ন না করলে সে অন্যত্র চলে যায় । সেই থেকে প্রায় চৌদ্দ বছর থেকে অবৈধ হয়ে কুয়েতে বসবাস করছিলেন। অসুস্থ হলে সর্বশেষ নিরোদ দেবনাথ যেখানে কাজ করতেন সেই মালিক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ৫ জুলাই ২০২২ মৃত্যবরণ করে।
Discussion about this post