ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গতকাল নয়া দিগন্তের মার্কেটিং কর্মকর্তা নুরুল ইসলামের মোটরসাইকেল চুরি হয়েছে। এ সময় গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্রও খোয়া যায়। এ ব্যাপারে শাহবাগ থানায় একটি মামলা হয়েছে। নুরুল ইসলাম জানান, গতকাল আসর নামাজ পড়তে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঢোকেন। মসজিদের পূর্ব পাশে তার মোটরসাইকেলটি রাখা ছিল। বের হয়ে দেখেন মোটরসাইকেলটি (ঢাকা মেট্রো ল -১৫-৭৫৩১) নেই। মোটরসাইকেলের বক্সে ছিল নয়া দিগন্তের বিজ্ঞাপন বাবদ বেস্টওয়ে ল্যান্ড প্রপার্টির দুই লাখ ১৭ হাজার ২৮০ টাকার একটি চেক। যার নম্বর ২৩১৭৫০৬। এ ছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া গেছে।
Discussion about this post