মোহাম্মদ জালাল উদ্দিন, কুয়েত ঃ
কয়েক’শ বছর বা শত বছর পূর্বে বাপ দাদার তৈরী করা বসত ভিটা সর্বনাশা পদ্মার করাল গ্রাসে ঢাকার দোহার নবাবগঞ্জের স্মৃতিকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। শুধু মনে বাল্য স্মৃতিগুলো, ঢাকা জেলার দোহার নবাবগঞ্জের কয়েকটি ইউনিয়ন। দোহারের নয়াবাড়ী কুসুম হাটি, মোহাম্মদপুর ও নবাবগঞ্জের জয়কৃষ্ণ ইউনিয়নসহ মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার পদ্মার গর্ভে বিলিন হয়েগেছে। বর্তমান সরকারের মন্ত্রী ও স্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন প্রতিশ্র“তি দিয়ে আজো পর্যšত কোন আশার আলো তুলে ধরতে পারেননি। হারিয়ে গেছে অসংখ্য গ্রাম হাট, বাজার, ইস্কুল খেলার মাঠ সহ নানা স্মৃতি। ছায়াঘেরা সাজানো আম, জাম, কাঁঠাল, সুপারিসহ জাতির ফল ও গাছ। সাজানো সুন্দর সংসার ভেঙ্গে চুরমার, সর্ব গ্রাসী পদ্মার ভাঙ্গনে ভাই ভাইকে অচেনা জায়গা দুর-দুরাšেত সরিয়ে দিয়েছে। এমনকি পাড়া প্রতিবেশী আপনজনকে বিছিন্ন করে অচেনায় পরিণত করে দিয়েছে। স্মৃতি জড়িত জন্মস্থান ভেঙ্গে শুধু পানি আর পানি ঢেউ ঢেউ দুলছে। দোহারের নয়াবাড়ী ইউনিয়নের অরঙ্গবাদ, কদমতুলী, পানকুন্ডু, হাতনী, বাহ্্রা, নয়াবাড়ী, ও চারা খালী, ধুলশুড়া, কমলাপুরসহ অসংখ্য গ্রাম ভেঙ্গে চুরমান হয়েগেছ্ েপদ্মার ভাঙ্গনে মানুষ এখন রা¯তার ফেরারী আসামীর মত। এলাকাবাসী নিজ জন্মস্থান পদ্মা নদীতে ভেঙ্গে যাওয়ায়, এক এক জন একেক এলাকায় আশ্রয় নিয়েছে। এলাকাবাসী সরকারের প্রতি এর সূরাহা কামনা করছে।
Discussion about this post