মুখের মধ্যে একটি নবজাতককে নিয়ে একটি কুকুর ছুটে যাচ্ছে হাসপাতালে! এমন মর্মস্পর্শী একটি ছবি প্রকাশের পরই ব্যাপক আলোড়ন তৈরি হয় ।
সৌদি দৈনিক ‘সাদা’ ছবিটি ছেপে জানায়, ঘটনাটি ঠিক সৌদি আরব না অন্য কোনো দেশে ঘটেছে সেটি নিশ্চিত নয়। তবে এটি নিশ্চিত যে, কুকুরটির কারণেই ওই নবজাতকটির জীবন রক্ষা পেয়েছে।
তবে ওই শিশুটি বেঁচে থাকলেও এখন পর্যন্ত তার পরিচয় মিলেনি। এমনকি ওই উদ্ধারকারী কুকুরটির পরিচয়ও জানা যায়নি।
পত্রিকাটি জানায়, যারা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে তারা জানিয়েছে, শিশুটিকে কেউ হয়তো ডাস্টবিনে ফেলে দিয়েছিল। কুকুরটি সেখান থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়।
বিস্ময়ের কথা হলো, কুকুরটি বাচ্চাটির শরীরের মাঝামাঝি কামড়ে ধরে দৌড়ে হাসপাতালে পৌঁছালেও শিশুটি এতে কোনও রকম আঘাত পায়নি।
পরে চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতকটি এখন সম্পূর্ণ সুস্থ আছে।
Discussion about this post