পাবনা থেকে মোবারক বিশ্বাসঃ অগ্রণী ব্যাংক লিমিটেড পাবনা অঞ্চলের উদ্দ্যোগে বিশেষ রেমিটেন্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ৩টা পর্যন্ত এ কর্মশালা চলে। কর্মশালায় সভাপতিত্ব ও উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক পাবনা অঞ্চলের অঞ্চল প্রধান উপ-মহাব্যবস্থাপক মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তৌফিকুল ইসলাম সহকারী মহাব্যবস্থাপক সিরাজগঞ্জ অঞ্চল, মুখ্য সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন, কাজি সাখাওয়াত হোসেন সহকারী মহব্যবস্থাপক প্রধান কার্যালয় ঢাকা। পাবনা অঞ্চলের ২৪টি ও সিরাজগঞ্জ অঞ্চলের ২০টি শাখার শাখা ব্যবস্থাপক ও ফরেন রেমিটান্স কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অগ্রণী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় ফরেন “রেমিটান্স ডিভিশনের ব্যবস্থাপনায় রেমিটান্স ব্যবসা বৃদ্ধি এবং রেমিটান্স আহরনের সকল ব্যাংক এর মধ্যে শীর্ষস্থানে পৌছানোর লক্ষ্যে” পাবনা ও সিরাজ অঞ্চলের ব্যবস্থাপক ও রেমিটান্স কর্মকর্তাদের রেমিটান্স বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষন কোর্স পরিচালনা করেন. মোঃ নাজমূল হুদা সিনিয়র অফিসার প্রধান কার্যালয় ঢাকা। এছাড়া আরো উপস্থিত ছিলেন, পাবনা আঞ্চলিক কার্যালয়ের এসপিও মোঃ শাহাজ উদ্দিন, মোঃ আব্দুল হান্নান ও রেমিটান্স কর্মকর্তা মাহমুদুল হাসান।
Discussion about this post