মোবারক বিশ্বাস পাবনা ব্যুরোঃ গতকাল বৃহস্পতিবার সকালে পাবনায় একটি অভিজাত বিপনী বিতানে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে ৫ টি কাপড়ের ও একটি গিফট আইটেমের দোকান ছিল। অগ্নিকান্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের ব্যস্ততম নিউ পয়েন্ট অভিজাত বিপনী বিতানের মিনা ফেব্রিক্স নামের দোকানে বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকান মিনা থ্রি পিস কর্ণার, মিনা শাটিং-স্যুটিং, মিনা গিফট কর্নার, মিতালী ফ্যাশন, মিতালী টেইলার্স এন্ড ফেব্রিক্স নামের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাবনা ও ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্ত মিনা ফেব্রিক্সের মালিক আমিনুল ইসলাম বাবু, মিনা থ্রি পিচ কর্ণারের মালিক রহমত উল্লাহ মিন্টু ও মিনা শার্টিং স্যুটিংয়ের মালিক সাইদুর রহমান জানান, অগ্নিকান্ডে শুধুমাত্র তাদের তিন ভাইয়ের প্রায় কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফেরদৌস হোসেন জানান, বিদ্যুতের শর্ট সাকিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে মার্কেটের পাহাড়াদার জানান, আইপিএস থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতি এখনও নিরুপন সম্ভব হয়নি।
পাবনায় দিন মজুরকে ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা
পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামে প্রকাশ্যে এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত দিনমজুরের নাম কাবিল সরদার (৩০)। সে একই উপজেলার চাদপুর গ্রামের সোবহান সরদারের ছেলে। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে সে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। পথিমধ্যে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে পুলিশ এ হত্যার কারন জানাতে পারেনি। অপর একটি সুত্র জানায়, নিহত কাবিল সরদার একটি সন্ত্রাসী গ্র“পের সদস্য। অভ্যন্তরীণ কোন্দলে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে হত্যা করতে পারে।
Discussion about this post