পাবনা থেকে মোবারক বিশ্বাস ঃ পাবনার ঈশ্বরদীতে জেএসসি পরীক্ষার্থীনী এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় জসিম আলম (২১) নামের এক বখাটেকে এক বছরের কারাদন্ড ও একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ঈশ্বরদীর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি এ রায় প্রদান করেন। বখাটে জসিম উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের শামসুল আলম সানু কসাইয়ের ছেলে। গতকাল রোববার দুপুরে ঈশ্বরদীর চরসাহাপুর গ্রামে ওই স্কুল ছাত্রীর বাড়িতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার সাহাপুর ইউনিয়নের চরসাহাপুর গ্রামের আঃ হলিমের মেয়ে ও মানিক নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ও জেএসসি পরীক্ষার্থী জান্নাতুল মাওয়া (১৩) কে স্কুলে যাওয়া আসার সময় পার্শ্ববর্তী দিয়াড় বাঘইল গ্রামের সানু কসাইয়ের বখাটে ছেলে জসিম আলম প্রায়ই নানাভাবে উত্যক্ত ও কু-প্রস্তাব দিত। এরই জের ধরে গতকাল রোববার দুপুরে ওই স্কুল ছাত্রীটি তার নিজ বাড়িতে গোসল করতে গেলে বখাটে জসিম আলম স্কুল ছাত্রীর বাড়িতে ঢুকে পেছন থেকে জাপটে ধরে শ্ল¬ীলতাহানীর চেষ্টা করে। সে সময় ওই স্কুল ছাত্রীর আত্মচিৎকারে তার মা এগিয়ে এসে জসিমকে ধরে ফেলে। এক পর্যায়ে জসিম লাঠি দিয়ে স্কুল ছাত্রী জান্নাতুল মাওয়া ও তার মাকে পেটাতে থাকলে তাদের আত্মচিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে বখাটে জসিমকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বখাটে জসিমকে গ্রেফতার করে। পরে বিকেল ৫টার সময় মানিক নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে শত শত এলাকাবাসীর উপস্থিতিতে বখাটে জসিম আলমকে এক বছরের কারাদন্ড ও একলাখ টাকা জরিমানা প্রদান করেন ঈশ্বরদীর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি জেবুন নাহার।
Discussion about this post